সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
৩৫ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন সিপেন চন্দ্র রায় ও বিন্দাশরী বালা। অভাবের সংসারে তাঁদের কোলজুড়ে আসে দুটি মেয়ে সন্তান। ভালোই চলছিল তাঁদের দাম্পত্য জীবন। কিন্তু হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন সিপেন। এ কারণে দুই মেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন বিন্দাশরী। এরপর নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ান তিনি। শাকসবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন। এমনকি বিয়ে দিয়েছেন দুই মেয়ের।
বিন্দাশরীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামে। শহরের কালিবাড়ী কাঁচাবাজারে কথা হয় বিন্দাশরী সঙ্গে। তাঁর ছোট দোকানে ফুলকপি, আলু, বেগুন, লালশাক, মুলাশাক, পালং শাকসহ নানান সবজি সাজানো। তাজা শাকসবজি কিনতে অনেক ক্রেতাই ভিড় করেছেন দোকানে। ক্রেতা সামলানোর এক ফাঁকে তিনি বলেন, ‘স্বামী অসুস্থ হওয়ার পর মানুষের খেতে কাজ করেছি দিনমজুর হিসেবে। এ ছাড়া গরুর খাদ্যের ঘাস সংগ্রহ করে বাজারে বিক্রি করেছি। পরবর্তীতে সবজি বিক্রি শুরু করি। অসুস্থ স্বামীর ওষুধ খরচ ও নিজেদের সংসার চালানোর জন্য বিভিন্ন গ্রাম থেকে শাক-সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করি। যা দিয়ে সংসার চলছে।’
প্রথম দিকে নিজের এলাকা গড়েয়া বাজারে সবজি বিক্রি করতেন বিন্দাশরী। তবে শহরের কালিবাড়ী বাজারে ক্রেতা বেশি এবং সবজির দাম পাওয়ায় এখন সেখানে বসেন।
বিন্দাশরী বলেন, ‘বাড়ি-ভিটা নিজের হলেও নেই আবাদি জমি। যদি সহজ কিস্তিতে ঋণ পেতাম তাহলে আরও ভালো ব্যবসা করতে পারতাম। নিজের ভিটে মাটিতে একটি বাড়ি করারও স্বপ্ন রয়েছে।’
পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিণী শারমিন আক্তার বলেন, ‘বিন্দাশরীর কাছে নিয়মিত শাক কিনি। তুলনামূলক অন্যান্য দোকানের থেকে অনেক কম দামে শাক পাওয়া যায়।’
কালিবাড়ী কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রবিউল আজম খোকন বলেন, ‘বিন্দাশরী বালা নারী হওয়ার কারণে তাঁকে অনেক কথা শুনতে হতো। তবে আমরা সহযোগিতা করেছি বলে তিনি এখন সফল সবজিবিক্রেতা।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘উপজেলা প্রশাসনের সঙ্গে বিন্দাশরী যোগাযোগ করলে তাঁকে সহযোগিতা করা হবে।’