অলকানন্দা রায়, ঢাকা
বিয়ে মানে হাজার রোশনাইয়ের মাঝে কনের হাতে সগৌরবে জানান দেয় মেহেদির পাকা রং। মেহেদির রঙে হাত রাঙালেই তো আর হবে না। নকশাও করতে হবে হাতের ধরন বুঝে। কারও হাতের তালু বেশ বড় আকারের। সেসব হাতে ভরাট নকশা সুন্দর দেখায়। আর যাঁদের হাতের তালু ছোট, সেসব হাতে লতা-পাতার মতো লম্বা নকশায় মানাবে বেশ। এ ক্ষেত্রে হাতের আঙুলে নকশা করার সময় ভাবনায় রাখতে হবে, সবগুলো আঙুলে নকশা আঁকবেন নাকি শুধু একটি বা দুটো আঙুলে আঁকবেন। এটা নির্ভর করবে নকশার ধরনের ওপর।
যদি নকশার ধরন হাতের কবজির কোনা থেকে লম্বা হয়ে তর্জনীর দিকে উঠে যায়, তাহলে একটি আঙুলেই ভরাট নকশায় ভালো লাগবে।বাকি আঙুলগুলোয় মেহেদি না পরলেও ভালো লাগবে। আর যদি করতেই হয় সে ক্ষেত্রে খুব হালকা কোনো নকশা করতে হবে। তবে বেশির ভাগ বিয়ের কনে হাত ভরে মেহেদি পরতেই ভালোবাসেন। সে ক্ষেত্রে কনুই থেকে আঙুলজুড়ে মেহেদি লাগালেই ভালো লাগবে।
পায়ে পরার নকশা একটু ভিন্ন হয়। পায়ে আলতার মতো নকশা করা যেতে পারে। পায়ের চারদিকে লম্বা ধরনের বা লতা-পাতার নকশা এঁকে মাঝ বরাবর ম্যান্ডেলার মতো গোলাকার নকশায় ভরিয়ে নিলে ভালো লাগবে। আবার হাতের নকশার সঙ্গে মিল রেখে পায়ের এক পাশ বা দুই পাশেও পরলে জমকালো ভাব আসবে।
বিয়ের কনের মেহেদি পরানোর ক্ষেত্রে দেশীয় ঐতিহ্য-সংস্কৃতি প্রকাশ পায়–এমন নকশাই জনপ্রিয়। এ ছাড়া সম্প্রতি থ্রিডি নকশাও বেশ জনপ্রিয়।
শারমিন কচি,রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার।
কনের হাতে মেহেদির নকশা যেমনই হোক না কেন, মেহেদি পরার আগে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। যেমন কুশনের ওপর টাওয়েল বা গামছা বিছিয়ে তার ওপর হাত রেখে মেহেদি পরাতে হবে।