হোম > ছাপা সংস্করণ

প্রতারণার মাধ্যমে অর্থ হাতানোই তাঁর পেশা

সিলেট সংবাদদাতা

নিজেকে যুক্তরাজ্যপ্রবাসী উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের পরে সেই নারীকে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। সেই সম্পর্কের জের ধরে নারীদের ফুসলিয়ে মুঠোফোনে ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। এরপরই শুরু হয় তাঁর মূল প্রতারণা। সংগ্রহ করা এসব ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তাঁর পেশা।

মো. শাকিল আহম্মেদ (৩০) নামে ওই ব্যক্তির বাড়ি বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্রামে। তাঁর কাছে প্রতারিত হয়ে ২২ জানুয়ারি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) লিখিত অভিযোগ করেন এক নারী। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৯, সিলেট অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, অভিযোগকারীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকে অভিযুক্ত শাকিলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে প্রতিনিয়ত ওই নারীর সঙ্গে অনলাইনে যোগাযোগ চলতে থাকে। পরে এই নারীকে শাকিল জানান যে, তিনি (শাকিল) পরিবারসহ লন্ডনে থাকেন। সেখানেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় শাকিল ওই নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেন এবং বিয়ের পরে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।

কিছুদিন পর শাকিল ওই ওই নারীকে ফুসলিয়ে হোয়াটসঅ্যাপে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। কয়েক দিন পরে শাকিল ওই নারীর সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ শুরু করেন এবং তাঁর ছবিগুলো ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন।

অভিযুক্ত শাকিল বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে আরও টাকার জন্য ওই নারীর মায়ের মোবাইলে সংগ্রহে থাকা ব্যক্তিগত ছবি পাঠিয়ে অর্থ দাবি করেন। তদন্তে র‍্যাব ঘটনার সত্যতা পেয়ে শাকিলকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সোমেন মজুমদার বলেন, অভিযুক্ত শাকিল দীর্ঘদিন ধরে অনেকের সঙ্গে একই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায় করে আসছেন। তাঁর বিরুদ্ধে আর আগে একই ধরনের অপরাধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর মোবাইল ফোনের ডাটা বিশ্লেষণে ঘটনার সত্যতা পাওয়া যায়। মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধার করা আলামতসহ তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন