নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সরকার এখন নির্বাচনকে হাস্যরসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিমন ভবনের কার্যালয়ের মাঠে ‘৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস’ উপলক্ষে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই করতে পারবে না। রাষ্ট্রপতি নিজেই বলেছেন, তার কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান প্রমুখ।