নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশের পর্যটন স্পটগুলো বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে চিটাগাং ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। তিন দিন ধরে চলবে এই পর্যটন মেলা।
মাহবুব আলী বলেন, ‘থাইল্যান্ডের দেখাদেখি মালদ্বীপ টুরিজম ডেভেলপ করেছে। আরব দেশগুলো টুরিজমকে এগিয়ে নিতে কাজ করেছে। ভারতও এগিয়ে গেছে। আমরাও দ্রুততম সময়ে অনেক কাভার করেছি। আমাদের এক হাজার ৭০০ পর্যটন স্পট রয়েছে। আমাদের প্রয়োজন পরিকল্পিতভাবে এসব পর্যটন স্পটকে বিশ্বে জনপ্রিয় করে তোলা।’
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেরিন ড্রাইভ, ঘুমধুম পর্যন্ত রেললাইন এগুলো পর্যটক আকর্ষণ করবে। এসব সম্ভাবনা কাজে লাগাতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে মাহমুব আলী বলেন, বিচ্ছিন্ন ঘটনা ফলাও করে প্রচার করলে পর্যটন খাতের ক্ষতি হতে পারে। বিদেশিদের কাছে তা ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, করোনার কারণে পর্যটন খাত কঠিন সময় পার করার পর সম্প্রতি ঘুরে দাঁড়িয়েছে।
এতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ছাড়াও বক্তব্য দেন মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোসলেম উদ্দিন প্রমুখ।