বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন দপ্তরের ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। কয়েকটি ভবনের ছাদ ও দেয়াল বৃষ্টির পানিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। খসে পড়েছে পলেস্তারা। আর কমপ্লেক্সের ভেতরে অবাধে চড়ে গরু।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা যুব উন্নয়ন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বেশ কয়েকটি ভবনের দরজা-জানালার কাঠ নষ্ট হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা মৎস্য অফিসসহ কয়েকটি অফিসের সামনে বছরের অধিকাংশ সময় জল-কাদা জমে থাকে। এ ছাড়া সংস্কার ও রক্ষণাবেক্ষণ অভাব আর অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড এক্সটেনশন ফ্যাসিলিটি সেন্টারের (এফইএফ) ভবন। দীর্ঘদিন পরিত্যক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছে প্রশাসনিক মূল ভবনের সামনে থাকা এই ভবনটি। এই ভবনের পাশে থাকা ডোবায় জমে থাকে পানি। দেখলে মনে হবে এটা কোনো পরিত্যক্ত বাড়ি।
এ ছাড়া ভবনগুলোর চারদিকে সীমানা দেয়াল না থাকায় গরু-ছাগল ঢুকে পড়ছে অবাধে। প্রায় সময়ই বিভিন্ন অফিসের বারান্দায় গরু-বাছুর শুয়ে থাকতে দেখা যায়। প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ও আমার বাড়ি আমার খামার অফিসের সামনে রয়েছে দুটি ডোবা। ডোবাগুলোর চারপাশ ঘাস ও লতা-পাতায় অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। উপজেলা চেয়ারম্যান ভবনের নিচতলায় থাকা শৌচাগারের অবস্থা একেবারেই ব্যবহারের অনুপযোগী।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অবস্থা আরও নাজুক। জরাজীর্ণ আবাসিক ভবনগুলোতে অনেকেই ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮২ সালের ৭ নভেম্বর ১৪টি ইউনিয়ন নিয়ে বালাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হয়। এরপর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এসব ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কয়েক বছর থেকে ভবনগুলো জরাজীর্ণ ও ব্যবহার অযোগ্য হতে থাকে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘উপজেলা পরিষদের অফিসপাড়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে আমাদের উদ্যোগ রয়েছে, শিগগির তা করা হবে।’
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, ভবনগুলো নতুন করে নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।