মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
ক্যাপসিকাম চাষে সফল হয়েছেন যশোরের ঝিকরগাছার কৃষক মনজুর আলম। দেড় বিঘা জমিতে দেড় লাখ টাকা খরচ বাদ দিয়ে এ বছর অন্তত ১৫ লাখ টাকা লাভ পাওয়ার আশা করছেন মনজুর। ইতিমধ্যে সাড়ে তিন লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। বিষমুক্তভাবে চাষ করা এ ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে। মনজুর আলম উপজেলার পটুয়াপাড়া গ্রামের সামছদ্দীন মোড়লের ছেলে।
গতকাল শুক্রবার সরেজমিনে মনজুরের খেতে দেখা গেছে, দেশীয়ভাবে তৈরি শেডে (ওপরে পলিথিনের ছাউনি, চারপাশে নেট দিয়ে ঘেরা) চাষ করা ক্যাপসিকামগাছে ব্যাপক ফলন হয়েছে। প্রতিটি ক্যাপসিকাম আকারে বেশ বড়, ৫০০ গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। নেদারল্যান্ডসের একটি হাইব্রিড জাতের এ ক্যাপসিকামের বীজ ভারত থেকে সংগ্রহ করে চারা বানিয়ে চাষ করেন মনজুর।
গত নভেম্বরের শেষের দিকে তিনি সি-ট্রেতে চারা বানাতে বীজ ফেলেন। চারার বয়স ২৬ দিন হলে তা খেতে রোপণ করেন। গাছের বয়স ৫৫ দিন হলে ফলন শুরু হয়। মনজুর আলমের খেতে দুই ধরনের ক্যাপসিকাম রয়েছে। একটি লাল, অন্যটি হলুদ রঙের।
১৫ দিন ধরে ক্যাপসিকাম তুলছেন মনজুর আলম। ইতিমধ্যে সাড়ে ৩ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।