শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় গতকাল শনিবার হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক সভা ও মুক্তিযুদ্ধের কুইজ প্রতিযোগিতা হয়।
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে এই সভা হয়। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রবাসী সকারের ৯ নম্বর সেক্টরের গেরিলা কমান্ডার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম আফজাল হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ খালেক খান, যুদ্ধকালীন ইয়ং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কমান্ডার মো. হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার প্রমুখ।
সভা শেষে মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।