আমজাদ ইউনুস
ইমানের নানা শাখা-প্রশাখা রয়েছে। সব ইসলামে বিশ্বাসী মানুষ ইমানদার হলেও সবার ইমান সমান নয়। কেউ পরিপূর্ণ ইমানদার আর কেউ অপরিপূর্ণ ইমানদার। কিছু স্বভাব ও আচরণের কারণে ইমান পরিপূর্ণ হয় না। হাদিসে এমন কিছু স্বভাব ও আচরণের কথা বর্ণিত হয়েছে।
এক. আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করে।’ (বুখারি: ১৩)
দুই. আনাস (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) খুতবা দিলেই বলতেন ‘তার ইমান নেই, যার আমানতদারি নেই আর যার প্রতিশ্রুতিশীলতা নেই তার দ্বীনদারি নেই।’ (মুসনাদে আহমদ: ১২৩৮৩)
তিন. আবু শুরাইহ খুজায়ি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম, সে মুমিন নয়।’ জানতে চাওয়া হল, ‘কে ইয়া রাসুলুল্লাহ!’ তিনি বললেন, ‘যার অনিষ্ট ও উৎপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না।’ (বুখারি: ৬০১৬)
চার. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সে তো মুমিন নয়, যে নিজে তৃপ্তিভরে আহার করে, আর তার প্রতিবেশী থাকে অনাহারে, অর্ধাহারে।’ (আল আদাবুল মুফরাদ: ১১২)
পাঁচ. হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।’ (তিরমিজি: ১৯৭৭)
ছয়. আবু হুরাইরা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘সেই প্রভুর কসম, যার হাতে আমার জীবন আছে, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন নও, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা-মাতা, সন্তান-সন্ততির চেয়ে অধিক প্রিয়তর না হতে পেরেছি।’ (বুখারি: ১৪)
লেখক: ইসলামবিষয়ক গবেষক