বিনোদন ডেস্ক
পুরো বলিউডের নজর এখন উদয়পুরের দিকে। ভারতের রাজনীতিতেও এখন আলোচিত জায়গা উদয়পুর। কারণ, বিশ্বের অন্যতম নামীদামি হোটেল ভারতের উদয়পুরের লীলা প্যালেসে আগামীকাল বসছে রাঘব-পরিণীতির বিয়ের আসর। বর-কনের একজন অভিনেত্রী, অন্যজন রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তাঁদের বিয়ের আসরটি তাই হয়ে উঠবে সিনেমা ও পলিটিক্স—দুই অঙ্গনের মানুষের মিলনমেলা।
রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর হলেও আগে থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। গত বৃহস্পতিবার রাতে রাঘবের বাড়িতে হয়ে গেছে সুফি নাইট। রাতভর গানে মেতেছেন দুই পরিবারের সদস্য ও অতিথিরা। গতকাল সকালে হবু স্বামী রাঘবের সঙ্গে উদয়পুর পৌঁছেছেন পরিণীতি। তাঁদের পরিবারের সদস্যরাও একে একে হাজির হচ্ছেন।
বিরাট-আনুশকা থেকে শুরু করে ভিকি-ক্যাটরিনা—প্রত্যেকের বিয়েতে কঠোর নিরাপত্তা দেখা গিয়েছিল। রাঘব-পরিণীতির বিয়েতেও থাকবে কড়াকড়ি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিচোলা হ্রদে তৈরি হবে বিয়ের মণ্ডপ। নৌকায় চেপে বিয়ে করতে আসবেন রাঘব। বর-কনে সাজবেন সাদা পোশাকে। সেখানে এক শর বেশি নিরাপত্তারক্ষী থাকবেন। হ্রদের মধ্যে চার-পাঁচটি নৌকায় থাকবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হচ্ছে হোটেলের নিরাপত্তাব্যবস্থা।
উদয়পুর শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তে চলবে মনিটরিং। এ ছাড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরেও।
এখানেই শেষ নয়। মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। বিয়ের অনুষ্ঠান যেন কেউ ক্যামেরাবন্দী করতে না পারেন, সে কারণে প্রত্যেক অতিথির মোবাইল ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরনের নীল টেপ। এটি খুলে ফেললে টেপে একটি তিরচিহ্ন ভেসে উঠবে। যা থেকে সহজেই বোঝা যাবে, ক্যামেরা ব্যবহারের জন্য টেপ সরানো হয়েছে।