ক্রীড়া ডেস্ক
শেষ কবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সালোনা?
উত্তরটা খুঁজতে ফিরে যেতে হবে ২০ বছর আগে। ২০০১-০২ চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলা, জাভি হার্নান্দেজ, রিভালদোরা ঠেকাতে পারেননি বার্সার বিদায়। সেবার এসি মিলান ও লিডস ইউনাইটেডের পেছনে থেকেই বিদায় নিতে হয় তাঁদের। জাভির সেই স্মৃতি ফেরার আশঙ্কা আছে এবার। আজ রাতে ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে গেলে বা ড্র করলে বিদায়ের চোখ রাঙানিতে পড়বে পাঁচবারের ইউরোপসেরা দলটি।
দারুণ ছন্দে থাকা বায়ার্ন টানা পাঁচ জয়ে ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। দুই নম্বরে থাকা বার্সার পয়েন্ট ৭ এবং তিনে থাকা বেনফিকার পয়েন্ট ৫। বায়ার্নের মাঠে আজ হেরে গেলে ৭ পয়েন্টে থেকে যাবে বার্সা, সে ক্ষেত্রে দিনেমো কিয়েভকে হারাতে পারলে বার্সাকে বিদায় করে ৮ পয়েন্ট নিয়ে পরের পর্বে চলে যাবে বেনফিকা। এমনকি ড্র করলেও বিদায়ের শঙ্কায় থাকবে বার্সা। তখন বার্সাকে তাকিয়ে থাকতে হবে বেনফিকার হারের কিংবা ড্রয়ের দিকে। তবে এত সব সমীকরণে না গিয়ে বার্সা নিশ্চিতভাবেই জয় নিয়ে পরের পর্বে যেতে চাইবে।
রোনাল্ড কোমানের অধীনে বার্সা যখন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, দলের দিন বদলাতে জাভি হার্নান্দেজকে কাতার থেকে নিজেদের ডেরায় নিয়ে আসে কাতালান জায়ান্টরা। দলের দায়িত্ব নিয়ে এই ক্লাব কিংবদন্তি এখন চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। কিন্তু কাজটা যে কতটা কঠিন, সেটা এরই মধ্যে বুঝতে শুরু করেছেন জাভি। ঘরোয়া লিগে সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে হেরে গেছে তারা। সেই হারের তিক্ত অনুভূতি নিয়েই আজ মাঠে নামবে বার্সা। এই বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচে ৩-০ হেরেছিল বার্সা।
চলতি মৌসুমে বায়ার্নের ছন্দও যেকোনো দলকে আতঙ্কিত করার মতো। এমন পরিস্থিতিতে বার্সার চ্যালেঞ্জটা বেশ কঠিনই বলা যায়। শুধু দলীয় পারফরম্যান্সের শক্তিতেই এই চ্যালেঞ্জ উতরে যেতে পারে তারা। এর আগে জাভি অবশ্য বায়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে ইতিবাচক থাকার কথা বলেছিলেন। তবে মাঠের লড়াইয়ে জাভিকে এখন নিজেদের শক্তির প্রমাণ দিতে হবে।