শীতকালে অনেকেরই রাতে হঠাৎ কান ব্যথা শুরু হয়; বিশেষ করে ঠান্ডা লাগলে শিশুদের এ সমস্যা হয়ে থাকে বেশি।
- শীতকালে বেশির ভাগ কান ব্যথা ঠান্ডাজনিত। ঠান্ডা লাগাজনিত কারণে নাক বন্ধ বা নাক দিয়ে তরল বের হলে ইনফ্লামেশনের জন্য গলার সঙ্গে কানের সংযোগ ছিদ্রপথ বা ইউস্টেশিয়ান টিউব বন্ধ হয়ে যায়। ফলে কানে তরল পদার্থ আটকা পড়ে ব্যথা হয়।
- ধূমপান, ধোঁয়া, ধুলোবালি থেকে নাক বন্ধ বা নাক দিয়ে তরল পদার্থ বের হলে কান ব্যথা হয়।
- এ সময় শুষ্ক আবহাওয়ার জন্য কান চুলকানি ও খোঁচাখুঁচি থেকে কান ব্যথা হতে পারে।
- শীতে ছত্রাকজনিত সংক্রমণ বেড়ে যায় এবং তাতে কান ব্যথা হতে পারে।
- শীতে মানুষের অ্যালার্জি বেড়ে যায়। অ্যালার্জি থেকে কানে ফ্লুয়িড জমা হয়ে ব্যথা হতে পারে।
লক্ষণ
- কানে স্পার্কিং বা ঝিল্লি বা কামড় দিয়ে ব্যথা হতে পারে।
- কান বন্ধ বা তব্দা অনুভব হতে পারে।
- কান-মাথা ভারী লাগতে পারে।
- কানে কম শুনতে পারে।
- কানে শোঁ শোঁ শব্দ করা।
প্রতিরোধ
- কান চুলকাবেন না।
- ঠান্ডাজাতীয় খাবার খাবেন না এবং ঠান্ডা লাগাবেন না।
- টক খাবার বেশি করে খাবেন।
- ঠান্ডা লাগলে দ্রুত চিকিৎসা নেবেন এবং নাক উল্টোভাবে টানবেন না।
- পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন।
- প্রচুর পানি পান করবেন।
চিকিৎসা
- ঘর গরম রাখুন। ভোরে ও সন্ধ্যায় মোটা কাপড় পরুন।
- কান ব্যথা হলে কানের পেছনে গরম সেঁক দিন। যথেষ্ট আরাম পাবেন।
- সাধারণ প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেতে পারেন।
- কান বন্ধ থাকলে নাকে অ্যান্টি হিস্টামিন ড্রপ দিতে পারেন।
- বন্ধ কান খোলার জন্য চুইংগাম চিবান অথবা মুখ বন্ধ করে বাতাস দিয়ে গাল ফোলান।
- শিশুদের কানে ব্যথা প্রচণ্ড হলে ড্রপ ব্যবহার করতে হতে পারে। অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সতর্কতা
- ব্যথা দূর করতে কানে গরম তেল বা অন্য কোনো তরল ব্যবহার করা যাবে না।
ডা. মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল, নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন, ডিএলও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়