হোম > ছাপা সংস্করণ

সিলেটে ৪৬ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

২০২০ সালের সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ কারণে সিলেট মহানগর এলাকার স্কুল ও কলেজ পর্যায়ের কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

গতকাল বুধবার বিকেলে এসএমপি কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট মহানগর এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

কেন্দ্রগুলো হলো—সিলেট এমসি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, মদন মোহন কলেজ, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিলেট সরকারি অগ্রগামী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পাইলট হাইস্কুল, পূর্ব শাহী ঈদগাহ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সৈয়দ হাতীম আলী হাইস্কুল, আম্বরখানা গার্লস উচ্চবিদ্যালয় ও কলেজ, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, লাক্কাতুরা সিলেট সরকারি হাইস্কুল, টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার হাইস্কুল, শাহপরাণ (রহ.) হাইস্কুল, শাহপরাণ (রহ.), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, জাঙ্গাইল শফির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ, সোবহানীঘাট হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, দি এইডেড হাইস্কুল, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, রাজা জি সি হাইস্কুল, শাহজালাল উপশহর হাইস্কুল, আব্দুল গফুর ইসলামিয়া আইডিয়াল হাইস্কুল, দক্ষিণ সুরমা হাইস্কুল, দক্ষিণ সুরমা নসিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়, লালাবাজার বিএল হাইস্কুল, রসময় মেমোরিয়াল হাইস্কুল, রিকাবীবাজার বাগবাড়ি পিডিবি হাইস্কুল, পুলিশ লাইনস হাইস্কুল, উপশহর শাহজালাল আদর্শ গার্লস হাইস্কুল, বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, টিবি গেট সরকারি শিক্ষক ট্রেনিং কলেজ, কাজী জালাল উদ্দিন মহিলা উচ্চবিদ্যালয়, তেঁতলী মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চবিদ্যালয়, শেখঘাট মইনুনেছা বালিকা উচ্চবিদ্যালয়, ওসমানী মেডিকেল হাইস্কুল, মিরের ময়দান, মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস, আলমপুর দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, পীরেরবাজার জাহিদিয়া এম ইউ হাইস্কুল।

২০২০ সালের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছে সিলেট মহানগর পুলিশ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন