হোম > ছাপা সংস্করণ

আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ নাটকের যেন পুনরাবৃত্তি। নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ সময়ে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত ভেঙেছিল বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন।

একই ঘটনা ঘটল গতকাল কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামেও। সমতায় থাকা ম্যাচটায় যেখানে আর কয়েকটা মিনিট নিরাপদে পার করে দিলেই চার জাতির টুর্নামেন্টে খেলত বাংলাদেশ, সেখানেও বাদ সাধলেন কাতারের রেফারি আল শাম্মারি। ম্যাচের শেষ মিনিটে তাঁর পেনাল্টির সিদ্ধান্ত জামাল ভূঁইয়াদের খেলতে দিল না ফাইনাল!

ম্যাচের তখন ৯০ মিনিট। শ্রীলঙ্কার সঙ্গে ১-১ গোলে সমতায় বাংলাদেশ। ম্যাচটা ড্র হলেই ফাইনালে চলে যাবেন জামালরা। ঠিক সে সময়ই ডি-বক্সে হঠাৎ লাফিয়ে ওঠা বল লাগে বাংলাদেশ অধিনায়কের হাতে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বল হাতে লাগেনি, বাংলাদেশের খেলোয়াড়েরা এমন আবেদন করলেও তা আমলে নেননি কাতারের রেফারি। স্পট কিক থেকে শেষ সময়ে গোল করে ব্যবধান বাড়ান ওয়াসিম রাজেক। শেষ কয়েক মিনিটে লঙ্কান খেলোয়াড়দের সময়ক্ষেপণে আর ম্যাচেই ফেরা হয়নি বাংলাদেশের। ২-১ গোলে জিতে ফাইনালে সিশেলসের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা।

ম্যাচের ২৫ মিনিটে ওয়াসিম রাজেকের গোলে এগিয়ে ছিল শ্রীলঙ্কাই। সেই গোল শোধ হয়ে যেতে পারত ৩৩ মিনিটেই। গোল লাইন থেকে হাতে বল বিপদমুক্ত করতে গিয়ে লাল কার্ড দেখেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। পেনাল্টি পায় বাংলাদেশ, কিন্তু স্পট কিকে বল বার উঁচিয়ে সুযোগ নষ্ট করেন দলের পেনাল্টি বিশেষজ্ঞ তপু বর্মণ। ৭১ মিনিটে কাঙ্ক্ষিত গোল উপহার দিয়ে বাংলাদেশকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিলেন জুয়েল রানা কিন্তু রেফারির এক সিদ্ধান্তই ভেঙে দিল সব স্বপ্ন। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন