হোম > ছাপা সংস্করণ

সাগরের জেলেদের টিকা দেওয়া শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের দুবলারচরে অবস্থান করা জেলেদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুবলারচরের আলোরকোলে এই কার্যক্রম শুরু হয়। দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে ১৪ হাজার জেলেদের এক ডোজের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের টিকা কার্যক্রমে সিভিল সার্জন ছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম সমাদ্দারসহ দুজন চিকিৎসা কর্মকর্তা, বন বিভাগের দুবলা টহল ফাঁড়ির ইনচার্জ প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উাদ্দন আহম্মেদ অংশ নেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্গম সাগরপাড়ের দুবলারচরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়িয়া; এই তিনটি চরের জেলেদের টিকা কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা কর্মকর্তা ডা. সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এই দেবেন। এ ছাড়া রেডক্রিসেন্টের আটজন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন।

তিনি আরও জানান, জেলেদের জন্য ‘জনসন অ্যান্ড জনসন’ ব্রান্ডের ১৮ হাজার টিকা দুবলায় নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেদের দেওয়া হবে এই টিকা। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না এবং একই সঙ্গে এসব জেলেকে টিকা কার্ড দেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন