হোম > ছাপা সংস্করণ

কর বিষয়ে সচেতনতা তৈরিতে বসল স্ট্যান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ও কক্সবাজারে করদাতাদের জন্য দুদিনের সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার দুই জেলার বিভিন্ন মার্কেটে ১০টি ভ্যাট বুথ ও জনবহুল খোলা স্থানে পাঁচটি ভ্যাট স্ট্যান্ড বসানো হয়। আজ সোমবার পর্যন্ত এসব বুথ ও স্ট্যান্ডে গ্রাহকদের নানা বিষয়ে সেবা দেওয়া হবে।

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এসব বুথ ও স্ট্যান্ড বসিয়েছে। ওই কমিশনারেটের আওতাধীন চান্দগাঁও বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস জানান, ‘শতাধিক মানুষকে আমাদের সার্কেল থেকে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিল পরিশোধ, অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল সম্পর্কে সচেতন করা হয়।’

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি, সিইপিজেড, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট, জিইসি কনভেনশন হলের সামনে ও কক্সবাজারের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকায় বসানো হয় ভ্যাট স্ট্যান্ড। অপরদিকে নগরীর বিপনী বিতান, জহুর আহমেদ হকার মার্কেট, গোলাম রসুল মার্কেট, টেরি বাজার, রিয়াজুদ্দিন বাজার, সানমার ওশান সিটিতে বসানো হয় ভ্যাট বুথ। এ ছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ও বড়বাজার এলাকা এবং কক্সবাজারেও তিনটি বুথ বসানো হয়।

ভ্যাট সচেতনতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নগরীর চান্দগাঁও ছাড়াও পটিয়া উপজেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলায়ও ভ্যাট বিভাগের দপ্তরে সেবা দেওয়া হয়। এ সব দপ্তরে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা সেবা দেন কর্মকর্তারা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন