কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
হেঁটে রেকর্ড করার স্বপ্ন রাজবাড়ীর কালুখালীর যুবক মো. ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ ইকবাল। সেই লক্ষ্যে একটানা ২৪ ঘণ্টা হেঁটে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের দেলোয়ার মণ্ডলের ছেলে ইকবাল মণ্ডল।
গত শনিবার রাত ১২টা ১ মিনিটে ইকবাল মণ্ডল খুলনা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা শুরু করে রোববার রাত ১১টা ৩০ মিনিটে ১৩০ কিলোমিটার পাড়ি দিয়ে বালিয়াকান্দিতে এসে অসুস্থতার জন্য হাঁটা শেষ করেন। এতে তাঁর ২৩ ঘণ্টা ৩২ মিনিট সময় লাগে। তাঁর লক্ষ্য ছিল, খুলনা থেকে কালুখালী পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পাড়া দেওয়া।
এর আগে ইকবাল ২০২১ সালে ২৬ নভেম্বর ঢাকার মিরপুর মাজার রোড থেকে ১৪ ঘণ্টায় ১৩২ কিলোটার পাড়ি দিয়ে কালুখালী যান।
ইকবাল মণ্ডল বলেন, তিনি আলাদা কিছু করার মাধ্যমে নিজের জেলা ও এলাকাকে তুলে ধরার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে দৌড়ানো শুরু করেন। স্পনসর পেলে সামনে আরও এগিয়ে যেতে চান। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আলট্রা ম্যারাথনে অংশ নিতে চান।