মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঘরে বাবার লাশ রেখে এসএসসির পরীক্ষার হলে বসতে হয়েছে মাকসুদা তাসমিনকে। গতকাল রোববার সকালে অনিচ্ছা সত্ত্বেও চোখ মুছতে মুছতে পরীক্ষাকেন্দ্রে যেতে হয় এই শিক্ষার্থীকে।
জীবনের এমন নির্মম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার এসএসসি পরীক্ষার্থী মাকসুদাকে। সে বারইয়ারহাট সালমা ইসলাম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।
জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান মাকসুদার বাবা আবুল হাসেম (৫৬)। তিনি এক মাস ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। বাবার মৃত্যুতে রাতে পরীক্ষার কোনো প্রস্তুতিও নেওয়া সম্ভব হয়নি তার। আপনজন হারানোর শোকের মধ্যেই গতকাল সকালে বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কৃষি ও গার্হস্থ্য বিষয়ে পরীক্ষা দিতে যায় মাকসুদা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মাকসুদা তাসমিন সবার ছোট।
তাসমিনের বড় ভাই আবিদ হাসান বারইয়ারহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র, বোন তানজিন বারইয়ারহাট সালমা ইসলাম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।