বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
এতে সভাপতি পদে ফিরোজ মিয়া চাকা প্রতীক নিয়ে ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী খন্দকার আলী হাসান চেয়ার প্রতীক পান ৪৯ ভোট, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৫৯ ভোট, প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ হারিকেন প্রতীক ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন হিলারী মাছ প্রতীক নিয়ে ৮৭ ভোট, প্রতিদ্বন্দ্বী ফরিদ আহম্মেদ হরিণ মার্কা নিয়ে ২৬ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে খন্দকার মনিরুরজ্জামান মাইক প্রতীক ৭৫ ভোট, প্রতিদ্বন্দ্বী শাহিন আলম ৩৮ ভোট ও প্রচার সম্পাদক পদে শামসুদ্দোহা কলম প্রতীক ৭০ ভোট, প্রতিদ্বন্দ্বী আঙুল হাকিম জগ প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে পরাজিত হন। গতকাল সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ফলাফল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজাসহ আরও অনেকে।