নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণের মধ্যে কর দেওয়া নিয়ে ভয় আছে। এই ভয় দূর করতে হবে। করদাতাদের কষ্ট দিয়ে রাজস্ব সংগ্রহ করা যাবে না।
গতকাল জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা ৯ ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়।