হোম > ছাপা সংস্করণ

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মুক্তি পায়নি সৈয়দপুরে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধকালীন নীলফামারীর সৈয়দপুর প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি গত ১০ ডিসেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু সৈয়দপুরের কোনো প্রেক্ষাগৃহেই এটি প্রদর্শিত হয়নি। এমনকি শহরে কোনো দৃশ্যায়ন পর্যন্ত নেই।

এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ও নাট্যকর্মীরা। তাঁরা বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল সিনেমাটি যে শহরের প্রেক্ষাপটে তৈরি ও শুটিং করা, সেখানে প্রদর্শনের মাধ্যমে মুক্তি দেওয়া। জানা যায়, নূরুল আলম আতিক পরিচালিত সাদাকালো ওই সিনেমার গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধে সৈয়দপুর রেলস্টেশনের আশপাশের প্রায় তিন হাজার বাঙালিকে বন্দী করে বিমানবন্দরের স্কুল ঘরে। স্কুল ঘরটা ছিল তাদের বন্দী শিবির। জোর করে তাঁদের দিয়ে বিমানবন্দর নির্মাণের কাজ করানো হয় তখন।

দিন-রাত পরিশ্রম করে অর্ধভুক্ত-অভুক্ত থাকা মানুষগুলো অসুস্থ হতে থাকেন। পরে তিন শতাধিক বন্দীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ কাজে তাঁদের প্রধান সহযোগী ছিল স্থানীয় বিহারিরা। সেই বিমানবন্দরের ইতিহাসকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে লাল মোরগের ঝুঁটি নামের চলচিত্রটি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন আজকের পত্রিকাকে জানান, কেন প্রদর্শন হচ্ছে না তা সংশ্লিষ্টরাই বলতে পারবেন। এ সম্বন্ধে তাঁর কিছু জানা নেই। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন