রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের ১০ ইউনিয়নের মধ্যে ছয়টিতে পূর্ণাঙ্গ ও দুটিতে আংশিকভাবে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০ বছর পর নতুন এ কমিটি গঠনের ফলে তৃণমূল ছাত্রদলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাকী দুটি ইউনিয়নেও শিগগিরই কমিটি ঘোষণার কথা রয়েছে।
নবম গঠিত রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন ও সদস্যসচিব মো. রবিউল ইসলাম জানান, গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন সবুজ শেখ, সাধারণ সম্পাদক সরদার মহাকবির। উজলকুড় ইউনিয়নে সভাপতি সাব্বির হাসান পাপ্পু ও সাধারণ সম্পাদক পল্লব হুসাইন রাজু। বাইনতলা ইউনিয়নে সভাপতি মেহেদী শেখ ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান শুভ। রামপাল সদর ইউনিয়নের সভাপতি শেখ নাইমুল হাসান নাইম ও সাধারণ সম্পাদক মোল্লা সাবরাহান তানজিদ। রাজনগরে সভাপতি সোহরাব শেখ ও সাধারণ সম্পাদক কোহিনূর হাওলাদার। হুড়কা ইউনিয়নে সভাপতি মো. ইমরান শেখ ও সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ।
পেড়িখালী ইউনিয়নে আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হাফিজুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আসাদ শেখ। বাঁশতলী ইউনিয়নেও আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ জুয়েল হুসাইন।