বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজের ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পাশাপাশি তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান এ তথ্যের সত্যতান নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১৫ মার্চ গভীর রাতে ঘুমের মধ্যে ওই ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেন। ওই ব্যক্তি তাঁর মেয়েকে এর আগে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে আসামির স্ত্রীর অভিযোগ। ধর্ষণের শিকার মেয়েটি এ ঘটনা রাতেই তাঁর মাকে খুলে বলে। পরে মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে গত বছরের ৩১ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আইনজীবী ছিদ্দিকুর রহমান খান আরও বলেন, বাদী পক্ষের সাতজন ও আসামি পক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল বিচারক এ রায় ঘোষণা করেন।