মধুপুর প্রতিনিধি
মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারের দুটি মুদি দোকান ও একটি কীটনাশকের দোকানের মালিকের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো. নাজমুল হাসান বলেন, গতকাল ইউএনও শামীমা ইয়াসমিন ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই আদালত পিরোজপুর বাজারে মো. কাইয়ুম হোসেন এবং জয়নাল আবেদীনের মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী পান। এ সময় এ দুই দোকানিকে জরিমানা করা হয়। পরে একই বাজারের দুলাল মিয়ার কীটনাশকের দোকানে মূল্য তালিকা না টাঙানোয় জরিমানা করা হয়। ওই তিনটি দোকানের মালিকের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও শামীমা ইয়াসমিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশ্য জরিমানা আদায় নয়। সবার মধ্যে নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলার জন্য একটি তাগাদা। সবাই নিয়ম মানলে সব ক্ষেত্রেই শৃঙ্খলা ফিরে আসবে।