হোম > ছাপা সংস্করণ

বড় প্রকল্পে বদলে যাচ্ছে চট্টগ্রাম

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

বড় বড় একেকটি প্রকল্পে একটু একটু করে বদলে যাচ্ছে চট্টগ্রাম। এর মধ্যেই বেশ কিছু বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে। আরও বেশ কিছু বড় প্রকল্পের কাজ চলছে। সব মিলিয়ে প্রায় সোয়া লাখ কোটি টাকার কাজ হচ্ছে। সব প্রকল্পের কাজ শেষ হলে পর্যটনের চিত্র তো বদলাবেই, রাস্তাঘাট উন্নত হবে, উন্নতি হবে জীবনমানের। আগামী তিন বছরের মধ্যে যা অনেকটাই দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

যত মেগা প্রকল্প
মেগা প্রকল্পের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু ট্যানেল, নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ১৫ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বন্দর থেকে প্রায় ৬ গুণ বড় আকারের বে টার্মিনাল ২০২৪ সালেই দৃশ্যমান হবে। এ ছাড়া বড় বড় মাদার ভেসেল যাতে বন্দরে ভিড়তে পারে সে জন্য মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ চলছে। বিদ্যুৎ সমস্যার সমাধানে মাতারবাড়ীতে কোল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

চট্টগ্রাম নগরে পানির সমস্যা সমাধানে গত ১০ বছরে পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। বৈদেশিক বাণিজ্য আকৃষ্ট করতে মিরসরাইয়ে ৩০ হাজার একর জায়গায় নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর প্রকল্প।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘আমাদের চারটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এর মধ্যে ৫ হাজার ৬০০ কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প, নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ৩ হাজার ২০০ কোটি টাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ, ২ হাজার ৬০০ কোটি টাকায় চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, ৩৪০ কোটি টাকায় বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড নির্মাণ এবং কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই পর্যন্ত ২ হাজার ৩০০ কোটি টাকায় সড়ক নির্মাণের কাজ চলছে।’

দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রেললাইনের কাজ প্রায় ৬৯ শতাংশ শেষ। ২০২৩ সালের মধ্যেই বাকি কাজ শেষ করা হবে।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, নগরে পানি সমস্যা সমাধানে প্রায় ১২ হাজার কোটি টাকায় পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্প শেষ হয়েছে। দুটি প্রকল্পের কাজ চলছে।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের আয়তনের ৬ গুণ বড় প্রায় ২ হাজার ৫০০ একর জমির ওপর নির্মিত হচ্ছে বে টার্মিনাল।

চট্টগ্রাম শহরের পশ্চিম পাশে আউটার রিং রোডের কোল ঘেঁষে ৩৫০০ মিটার এলাকা নিয়ে বে টার্মিনালের অবস্থান। প্রায় এক দশক আগে এই টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ইতিমধ্যে জমি অধিগ্রহণ শেষ পর্যায়ে। এ ছাড়া পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। চলতি বছরই এটি চালু করা হবে।

বন্দর সূত্র জানায়, প্রায় ৩২ একর জমির ওপর নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) প্রজেক্ট বাস্তবায়ন করতে ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা, রক্ষণাবেক্ষণ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) নিয়মে পরিচালিত হবে। এ জন্য ‘ইকুইপ, অপারেট অ্যান্ড মেইনটেন্যান্স অব পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ প্রকল্পের নীতিগত অনুমোদন দেয় সরকার।

সূত্র জানায়, মহেশখালীতে বড় বড় জাহাজ ভেড়ানোর জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। ২০২৬ সালেই শেষ হবে এই প্রকল্প। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে মাতারবাড়ীতে নির্মাণ করা হচ্ছে মাতারবাড়ী আলটা সুপারক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা। ১ হাজার ৪০০ একর জায়গার ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন