যশোর প্রতিনিধি
যশোরের রেলষ্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া সেই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহধর্মিণী জীশান মীর্জা। এর আগে রোববার গভীর রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন র্যাব সদস্যরা।
যশোর পুলিশের মুখপাত্র রুপণ কুমার সরকার জানান, অজ্ঞাত বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার এবং হাসপাতালে ভর্তির বিষয়টি আইজিপির সহধর্মিণী জীশান মীর্জার দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি তাঁর চিকিৎসার দায়িত্বভার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের নেতৃত্বে একটি দল সদর হাসপাতালে যান। এ সময় তাঁরা বৃদ্ধের চিকিৎসার খোঁজ নেন।
মুখপাত্র রুপণ কুমার সরকার আরও জানান, বৃদ্ধকে চিকিৎসার পর তাঁর পূর্ণবাসনের ব্যাপারেও পদক্ষেপ নিবেন আইজিপির স্ত্রী।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম. নাজিউর রহমান বলেন, বর্তমানে যশোর সদর হাসপাতালে বৃদ্ধের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।
গত সোমবার রেলস্টেশন তাঁকে উদ্ধার করা হয়। কথা বলতে পারছেন না তিনি। স্থানীয়দের ধরানা তাঁকে পরিবার ফেলে রেখে গেছে।