সিলেট সংবাদদাতা
যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপটিমিস্ট সিলেটের উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। স্কুল শাখার ২৭ জন এবং মেডিকেল/ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
গতকাল সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচএম মাহফুজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচএম মাহফুজুর রহমান বলেছেন, ‘জাতির পিতা দেশের জন্য যে শ্রম দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ এতদূর পৌঁছেছে। আমাদের আরও দূর যেতে হবে। এ জন্য আমাদের অন্যতম লক্ষ্য হতে হবে ভিশন-২০৪১ বাস্তবায়ন। দেশপ্রেম অনেকভাবে দেখানো যায়। আমাদের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করে দেশপ্রেম দেখিয়েছেন। দ্য অপটিমিস্ট শিক্ষার আলো বিস্তারের মাধ্যমে দেশপ্রেম দেখাচ্ছে। আর শিক্ষার্থীদের দেশপ্রেম দেখানোর পন্থা হলো, পড়াশোনা করে দেশের জন্য নিজেকে তৈরি করা।’
অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে ও অপটিমিস্ট সিলেটের প্রেস অ্যান্ড কমিউনিকেশন ডাইরেক্টর আব্দুল বাতিন ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দ্য অপটিমিস্টের ডোনার বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জুল করিম (আবু), যুক্তরাষ্ট্রপ্রবাসী দ্য অপটিমিষ্টের ডোনার ড. আশরাফ চৌধুরী, কানাডা দেশে-বিদেশে টেলিভিশনের সিইও নজরুল মিন্টো, যুক্তরাষ্ট্র প্রবাসী দ্য অপটিমিস্টের ডোনার খায়ের আহমদ চৌধুরী ফকু, যুক্তরাষ্ট্র প্রবাসী দ্য অপটিমিস্টের ডোনার সাঈদ-উন নূর।
উপস্থিত ছিলেন কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাদ আব্দুল লতিফ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ মালিক চৌধুরী, অপটিমিস্ট সিলেটের ডাইরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস প্রফেসর ড. সুলতান আহমদ, অপটিমিস্ট সিলেটের ডাইরেক্টর প্ল্যানিং সৈয়দ হাতিম আলি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এলাইছ মিয়া, প্রবাসী ডলি আহমেদ প্রমুখ।