যশোর প্রতিনিধি
ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে আবারও প্রধানমন্ত্রীর সহমর্মিতা চাইলেন ভবদহ দুর্গত মানুষ। করোনার কারণে ঢাকা কর্মসূচি স্থগিত করে তাঁরা ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে যশোরের জেলা প্রশাসনের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে করোনা মহামারির কারণে ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও সরকার সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ায় গত ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত আমরা অবস্থা কর্মসূচি পালন করি।’
ইকবাল কবির জাহিদ বলেন, ‘এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি ঢাকায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কার্যালয়ে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে সে কর্মসূচি স্থগিত করা হয়।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা বলেন, ‘আজ (সোমবার) স্মারকলিপি দিয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ঢাকার কর্মসূচি পালন করা হবে।’