মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে জমি বিরোধ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে পাহাড়ি-বাঙালিরা।। উপজেলা মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মানিকছড়ি ও নুনছড়ি মধ্যবর্তী ৫ একর নামক এলাকায় জমির মালিকানা নিয়ে এই বিরোধ দেখা দেয়। গত রোববার সকাল সাড়ে ১০টায় মাইসছড়িতে পাহাড়ি ও বাঙালি আলাদা কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উভয় পক্ষ ভূমি বিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মাইসছড়ি এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন পাহাড়িরা। এতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য সন্তোষময় চাকমা, সাবেক মহিলা ইউপি সদস্য মল্লিকা চাকমাসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, মাইসছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মানিকছড়ি ও নুনছড়ি মধ্যবর্তী ৫ একর এলাকায় পাহাড়িদের ব্যক্তি মালিকানাধীন জমি পাকুজ্যাছড়ি গুচ্ছগ্রামের ২০ পরিবার বাঙালি জোর করে দখল করেছেন। এ পর্যন্ত সেখানে ২৫টি বাড়ি নির্মাণ করেছেন বাঙালিরা।
এ দিকে মাইসছড়ি বাজারে চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছে বাঙালিরা। এতে বক্তারা বলেন, নিজস্ব জায়গায় বাঙালিদের নির্মাণাধীন বসতঘর ভেঙে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ করেন তারা। এতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।