মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরে ইজিবাইকের ব্যাটারির অ্যাসিড মিশ্রিত পানি পানে বিল্লাল গাজী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিল্লাল গাজী উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ইজিবাইকচালক ছিলেন।
বিল্লালের স্বজন দেলোয়ার শেখ বলেন, ‘কয়েক দিন আগে ইজিবাইক রাখাকে কেন্দ্র করে যশোরের পুলেরহাট বাজারে হামলার শিকার হন বিল্লাল গাজী। এ সময় দুর্বৃত্তরা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বিল্লাল।’
দেলোয়ার শেখ আরও বলেন, ‘বিল্লালের ঘরে বোতলে ইজিবাইকের ব্যাটারির অ্যাসিড মিশ্রিত পানি রাখা ছিল। গত রোববার মধ্যরাতে তিনি ভুলবশত সেই পানি পান করেন। বিষয়টি টের পেয়ে ওই রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।’
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল অ্যাসিড পানি পানে বিল্লালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।