হোম > ছাপা সংস্করণ

তালার ভেতর মিলল কোটি টাকার স্বর্ণ

উত্তরা প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একই দিনে দুটি স্বর্ণের চালান জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। গত বুধবার বেলা সাড়ে ৩টা ও বুধবার দিবাগত রাত ১টায় স্বর্ণগুলো জব্দ করা হয়। দুটি চালানে একই কায়দায় স্বর্ণগুলো পাচার করা হচ্ছিল। এ সময় সাদ্দাম হোসেন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গতকাল জানান, বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত দুটি লাগেজ স্ক্যানিং করে ভেতরে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে লাগেজ দুটি খোলা হয়। এ সময় লাগেজে থাকা আটটি তালার মধ্যে বিশেষভাবে রাখা স্বর্ণের ১৬টি বার জব্দ করা হয়। এসব স্বর্ণের দাম প্রায় এক কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা।

শফিকুল ইসলাম বলেন, ওই লাগেজ দুটির কোনো মালিক পাওয়া যায়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৭৩ লাখ টাকার স্বর্ণসহ সাদ্দাম হোসেন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। ওই যাত্রীর কাছ থেকেও একই কায়দায় রাখা এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় এসেছেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন