বিনোদন প্রতিবেদক, ঢাকা
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘দশম অবতার’। জয়া অভিনয় করবেন সিনেমার নায়িকা মৈত্রী চরিত্রে।
গত মাসেই দশম অবতার সিনেমার ঘোষণা দিয়েছিলেন সৃজিত। সে সময় নির্মাতা জানিয়েছিলেন, এতে অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলী। মাস না পেরোতেই বদলে গেল সিনেমার নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। ভারতীয় গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, শুভশ্রীর সঙ্গে আলাপ করেই তাঁর পরিবর্তে জয়াকে নেওয়া হয়েছে। সৃজিত বলেন, ‘সম্প্রতি শুভশ্রী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন। অথচ, সিনেমায় এ চরিত্রটির প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে।
রয়েছে শারীরিক অনেক চ্যালেঞ্জ। এই অবস্থায় শুভশ্রীর পক্ষে ওই ধরনের কাজ করা একেবারেই উচিত হবে না। তাই শুভশ্রীর সঙ্গে আলাপ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সৃজিত আরও বলেন, ‘জয়ার সঙ্গে আমার আগেও কাজ হয়েছে। তার সঙ্গে “এক যে ছিল রাজা” আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ সিনেমা। এ ছাড়া বিগত কয়েক বছরে সাফল্যের সঙ্গে কাজ করছে জয়া। “বিনিসুতোয়”, “রবিবার”, “অর্ধাঙ্গিনী” সিনেমায় আমরা তার শক্তিশালী অভিনয় দেখেছি। আশা করছি দুজনের পথচলায় নতুন অধ্যায় সৃষ্টি করবে দশম অবতার। আবারও জয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
এদিকে মুক্তির এক মাস পেরিয়ে গেলেও কলকাতার প্রেক্ষাগৃহে এখনো দাপটের সঙ্গে চলছে জয়া আহসানের ‘অর্ধাঙ্গিনী’। সাবেক ও বর্তমান সম্পর্কের টানাপোড়েনের কাহিনি বলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। দর্শকও পছন্দ করেছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির পাশে যুক্ত হয়েছে সুপারহিট শব্দটি। জয়াকে নিয়ে এটি কৌশিকের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন জয়া। অর্ধাঙ্গিনী সিনেমায় জয়ার সহশিল্পী কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী প্রমুখ।