হোম > ছাপা সংস্করণ

পরীক্ষা-নিরীক্ষা শেষে লড়াইয়ের মঞ্চে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুয়ারে বিশ্বকাপের আগে দল নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এর আগেও টি-টোয়েন্টির আদর্শ একাদশ গড়তে হয়েছে ব্যাপক ভাঙাগড়া। তবে ফল ভালো হয়নি। তবে এবার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ বলে মনে করেন নির্বাচকেরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলছেন, চূড়ান্ত স্কোয়াড নিয়ে আর দ্বিধা নেই। ব্রিসবেনেই নিজেদের সেরা একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের লক্ষ্যে আজ ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ। কিন্তু তাদের বিশ্বকাপের কোনো  ‘লক্ষ্য’ নেই। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন হয়নি ক্রিকেটারদের নিয়ে। তাই এবার জানা গেল না সাকিব-লিটনদের বিশ্বকাপের লক্ষ্য কী। এ ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।’

বিশ্বকাপের লক্ষ্যে আজ ব্রিসবেনে পৌঁছানোর কথা বাংলাদেশের। দল অস্ট্রেলিয়ায় পৌঁছাবে ঠিকই; কিন্তু তাদের সঙ্গে এবার যাচ্ছে না বিশ্বকাপের ‘লক্ষ্য’। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন হয়নি ক্রিকেটারদের নিয়ে। তাই এবার জানা গেল না সাকিব-লিটনদের বিশ্বকাপের লক্ষ্য কী। এ ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।’

পরীক্ষা-নিরীক্ষা শেষে লড়াইয়ের মঞ্চে এখন দল। ‘লক্ষ্যহীন’ বিশ্বকাপের মতো বাংলাদেশের প্রস্তুতিও যেন পথ হারা। আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত দুটি জয় পেলেও ত্রিদেশীয় সিরিজে ছিল অসার প্রস্তুতি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ২১ রান ও ৭ উইকেটে হার। নিউজিল্যান্ডের কাছে আরও শোচনীয়ভাবে ৪৮ রান ও ৮ উইকেটে হারে দলটি।

বিশ্বকাপের জন্য গত মাসে এশিয়া কাপও হয়েছিল ২০ ওভারের। জয়শূন্য থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৯ ম্যাচ খেলে জয় ৪টিতে। প্রস্তুতির শেষ মঞ্চ ত্রিদেশীয় সিরিজে করুণ অবস্থা বোলিংয়েও। বোলারদের সেরা ১০-এ ছিলেন শুধু হাসান মাহমুদ। সিরিজে ১২ ওভারে ৭.৯১ ইকোনমি রেটে ৪ উইকেট শিকার এই পেসারের। তাসকিন আহমেদ ১২ ওভারে ৭.৫৮ ইকোনমি রেটে নেন ২ উইকেট। ১১.৫ ওভারে ৯.২৯ ইকোনমি রেটে শরিফুল ইসলামের শিকার ২ উইকেট। ৭.৫ ওভারে ১১.৪৮ ইকোনমি রেটে বাদ পড়া সাইফউদ্দিন ৩ উইকেট নেন। এক ম্যাচে ৪ ওভারে ১০ ইকোনমি রেটে ২ উইকেট নেন এবাদত হোসেন। স্পিনাররা চোখেই পড়েননি।

ব্যাটিংয়ে সাকিব-লিটন ছাড়া বাকিদের প্রস্তুতি ছিল রঙ্গরসিকতার। সাকিব ৫১.৩৩ গড়ে করেছেন ১৫৪ রান। লিটন করেছেন ১৪২ রান। এ ছাড়া ৪ ইনিংসে আফিফ হোসেন ৬৪ ও ইয়াসির আলী ৫৬, নাজমুল হোসেন শান্ত ৩ ইনিংসে ৫৬ এবং ২ ইনিংসে সৌম্য সরকার করেছেন ২৭ রান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন