হোম > ছাপা সংস্করণ

ভারতের সঙ্গে মিরাজের হিসাব বাকি আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোটে পড়ায় ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুব বেশি সময় খেলতে পারেননি মিরাজুল ইসলাম। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট ভুগিয়েছে টুর্নামেন্টজুড়েই। চোট নিয়েই বাংলাদেশের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ গোল করে আলো ছড়িয়েছেন তরুণ এই স্ট্রাইকার।

শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে জয়ের নায়ক হয়েছিলেন মিরাজ। পরের ম্যাচে ভারতের বিপক্ষে চোটের কারণে নামতেই পারেননি। শুধু মালদ্বীপের বিপক্ষেই পুরো ৯০ মিনিট খেলেছেন। আর তাতেই হ্যাটট্রিক। পরের ম্যাচে নেপালের বিপক্ষে আবারও বিশ্রামে। চোটের কারণে ফাইনালে ভারতের বিপক্ষে অল্প সময়ই খেলতে পেরেছেন। ততক্ষণে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

স্ট্রাইকার-খরার দেশে একজন আক্রমণভাগের ফুটবলার হ্যাটট্রিকসহ ৪ গোল করে বিশেষ নজর কেড়েছেন। তবু কণ্ঠে উচ্ছ্বাস নেই মিরাজের। কেন? নিষ্প্রভ কণ্ঠে কারণটা বললেন মিরাজ, ‘আসলে কিছুই বলার নেই। গোল করে লাভ কী হলো, আমরা তো শিরোপা জিততে পারলাম না!’ বাফুফে এলিট একাডেমি থেকে ফোনের ওপর প্রান্ত থেকে মিরাজের শীতল কণ্ঠই বুঝিয়ে দিচ্ছে—শিরোপা জিততে না পারার আক্ষেপ এখনো পোড়াচ্ছে তাঁকে।

আক্ষেপ মেটানোর আরেকটা সুযোগ অবশ্য পাচ্ছেন মিরাজ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৭ সাফের দলে রাখা হয়েছে তাঁকে। সেই দলে খেলবেন বলে ভারত থেকে ফিরে মা-বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগও হয়নি তাঁর। ফিট থাকলে অনূর্ধ্ব-২০ ফুটবল ফাইনালে ভারতের কাছে হারের আক্ষেপ ভুলতে চান মিরাজ। আজকের পত্রিকাকে তিনি বলছিলেন, ‘যদি ফিট থাকি আর ফাইনালে ভারতকে পাই, তবে এবার আর ছাড় নেই। আর ফাইনালে আটকে থাকব না। এবারের পুরো দলটা এলিট একাডেমির, আমরা সবাই সবাইকে ভালো করে জানি।’

বাংলাদেশের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) দশম শ্রেণির শিক্ষার্থী মিরাজ। ঝালকাঠি জেলার স্বরূপকাঠি থানার সাগরডাঙ্গা গ্রামে থাকেন অসুস্থ মা-বাবা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় যিনি, তিনি বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত। একাই চালাচ্ছেন সংসার। ভাইয়ের সেই বোঝাটা ছোট কাঁধে কমাতে চান মিরাজ। ধরতে চান সংসারের হাল। সদ্য শেষ হওয়া বিপিএলে বাফুফে এলিট একাডেমি থেকে ধারে খেলেছেন মোহামেডানের হয়ে।

যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি মিরাজের। খেলেছেন সাকল্যে তিন ম্যাচ। সাফের পারফরম্যান্সে পরিচিতি মিলেছে। আর বয়সভিত্তিক সব ফুটবলারের মতো তাঁর স্বপ্ন, একদিন বাংলাদেশের জাতীয় দলে খেলা। সুযোগ পেলে মিরাজ হতে চান বাংলাদেশের ‘সুনীল ছেত্রী’। স্বপ্নাতুর চোখে তিনি বললেন, ‘সুনীল ছেত্রী আমাদের দেশের বিপক্ষে অনেক গোল করেছেন। ভারতের হয়ে তিনি যত গোল করেছেন, তাঁকেও ছাড়িয়ে যেতে চাই।’ অতি আত্মবিশ্বাস কিংবা অপরিণত বোধ থেকে নয়, মিরাজ কথাটা বলছেন যুক্তি দিয়েই, ‘এ রকম একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা ভালো।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন