হোম > ছাপা সংস্করণ

রাঘববোয়ালদের বিচারের দাবি অভিযুক্ত ফুটবলারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেউ নিজের অপরাধ স্বীকার করছেন, কেউ দোষ চাপাচ্ছেন আরেকজনের কাঁধে। অভিযোগের তির যার দিকে তিনিও আঙুল তুলছেন অন্যের দিকে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ফিক্সিং-কাণ্ডে গতকাল এমন ছবি দেখা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।

এবারের বিসিএল ফুটবলে ফিক্সিংয়ের অভিযোগ আছে চার-পাঁচটি ক্লাবের বিরুদ্ধে। অভিযুক্ত আজমপুর এফসি, উত্তরা ফুটবল ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘের কর্মকর্তা-ফুটবলারকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বাফুফে ভবনে। তাদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা। বেলা ৩টায় শুরু হয়ে জিজ্ঞাসাবাদ চলে রাত ৮টা পর্যন্ত। জিজ্ঞাসা শেষে কী পাওয়া গেল, তা নিয়ে মন্তব্য করতে না চাইলেও এক কর্মকর্তার কণ্ঠে রীতিমতো বিস্ময়। বললেন, ‘অনেক কিছুই হয়েছে। ছোট একটা লিগে এত কিছু কীভাবে হলো, সেটা অবাক করার মতো!’

ফিক্সিংয়ের বড় অভিযোগগুলোর বেশির ভাগই কারওয়ান বাজার ও আজমপুর এফসির দিকে। কারওয়ান বাজারের মিডফিল্ডার আরিফ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দলের একাধিক ফুটবলারকে নিয়ে ম্যাচ পাতানোর। আরিফ নিজেও দোষ স্বীকার করেছেন। বলেছেন, ‘আমরা চুনোপুঁটি। আমাদের ধরে লাভ নেই। যাঁরা রাঘববোয়াল তাঁদের আইনের আওতায় আনা উচিত। ফুটবলাররা খেলেই দুটো টাকার জন্য।’

কারওয়ান বাজারের সাবেক ম্যানেজার মিজানুর রহমানকেও গতকাল ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর অভিযোগ, ক্লাবের কোচ রেজায়ানুল হক জামাল ও পৃষ্ঠপোষক ইস্কান্দার মির্জার ইন্ধনে ম্যাচ পাতিয়েছেন আরিফ। জিজ্ঞাসাবাদে সব রকম সহায়তা করতেও রাজি বলে জানালেন তিনি। সহায়তা করার কারণে তাঁকে নানাভাবে উড়ো হুমকি দেওয়া হচ্ছে বলে জানালেন মিজান।

আজমপুরের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন আজমপুরের কোচ সাইফুর রহমান মনি ও ম্যানেজার জালাল উদ্দিন। গতকাল রাতে কথা শেষে ক্লাবের সভাপতি উল্টো অভিযোগ করলেন সাবেক কোচের বিরুদ্ধে। আজকের পত্রিকাকে বললেন, ‘তিনি (সাইফুর রহমান) কার কাছে পদত্যাগ করেছেন? ম্যাচ পাতানোর অভিযোগ করেছেন তিনি, এতে ক্লাবের মর্যাদা নষ্ট হয়েছে। ক্লাবের পরবর্তী সভায় এ বিষয়ে কথা বলে আমরা তাঁর বিরুদ্ধে মামলা করতে পারি। আমাদের বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন