সিলেট প্রতিনিধি
২০২১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্য দিয়ে পরীক্ষায় পাসের হারে রেকর্ড গড়েছে সিলেট শিক্ষা বোর্ড। ২০০১ সালে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এইচএসসিতে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ পাসের হার। এর আগে ২০১২ সালে রেকর্ড গড়ে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। পাশাপাশি এ বছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এবার ৪৮৯ জন বেশি।
গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। তিনি বলেন, গত বছর পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সবাইকে অটোপাস ঘোষণা করা হয়। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। সবদিকেই ফল ভালো হয়েছে। ফলাফল সন্তোষজনক।
এদিকে এইচএসসির ফল পেয়ে উচ্ছ্বাসে মাতেন শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই উচ্ছ্বাস উদ্যাপনে প্রাণের ক্যাম্পাসে ছোটেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক। সিলেটের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থী বন্ধু ও সহপাঠীর সঙ্গে ভাগ করে নেন সাফল্যের আনন্দ।
সিলেট বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দেন। পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১ জন। তার মধ্যে ছাত্রসংখ্যা ২ হাজার ১৯৩ এবং ছাত্রী সংখ্যা ২ হাজার ৫৩৮ জন।
সিলেট বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেটে ৯৫ দশমিক ৮০, হবিগঞ্জে ৯৪ দশমিক ৮১, মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ ও সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবারও ছেলেদের ছেয়ে মেয়েরা ভালো করেছেন। ৩০ হাজার ২১৬ জন ছেলে শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩০৬ জন। অন্যদিকে ৩৬ হাজার ৪৪৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার ৮৮৭ জন। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৬৮ শতাংশ আর মেয়েরা পাস করেছেন ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
সিলেট বোর্ডে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন। মানবিক বিভাগে ৯৬ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৯২ দশমিক ৯৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯০ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হারের দিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করলেও জিপিএ-৫ বেশি পেয়েছেন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পাওয়া ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়েছেন ২ হাজার ৫৩৮টি জিপিএ-৫। আর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৯৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ২৯৯টি কলেজের মধ্যে ৫৩টি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। আর কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই সিলেট শিক্ষা বোর্ডে।