হোম > ছাপা সংস্করণ

শুভমিতার সঙ্গে শামস সুমনের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কণ্ঠশিল্পী শামস সুমনের সঙ্গে একটি গানে দ্বৈতকণ্ঠ দিলেন কলকাতার সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। গানের শিরোনাম ‘চলো মোরা হারিয়ে যাই’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শামস সুমন। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

সুমনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল শুভমিতার সঙ্গে একটি গান গাইবার। সেই ইচ্ছা পূরণের লক্ষ্যেই তিনি নিজে গান লিখলেন এবং সুর করলেন। এরপর যোগাযোগ করেন শুভমিতার সঙ্গে। তিনি গানের কথা পড়লেন, সুর শুনলেন এবং পছন্দও করলেন। এরই মধ্যে শুভমিতা গানটিতে কণ্ঠ দিয়েছেন।

শামস সুমন বলেন, ‘শুভমিতা দিদি বলেছিলেন, গানের কথা ও সুর ভালো লাগলে তিনি গাইবেন, না হলে নয়। তাঁর ভালো লেগেছে। তিনি গানটি গেয়েছেন। আমি লিখেছি আর সুর করেছি বলে নয়, গানটির কথা ও সুর সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এরই মধ্যে গানটির লিরিক্যাল ভিডিও তৈরি করেছি। এক সপ্তাহের মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।’

গানটি প্রসঙ্গে কলকাতা থেকে শুভমিতা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘গানের কথা ও সুর শুনে আমার বেশ ভালো লেগেছে। গাইতেও বেশ লেগেছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

শামস সুমন জানান, গানটি ইউটিউবের ‘ঘুড্ডি নেটওয়ার্ক’-এ প্রকাশ পাবে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সুমনের গাওয়া কাভার গান ‘এই যে নদী যায় সাগরে’। কিশোর কুমারের এই গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন। সুমনের সর্বশেষ মৌলিক গান প্রকাশ হয় গত ৯ সেপ্টেম্বর। গানের শিরোনাম ‘এক সকালের ইচ্ছে’। গানের কথা লিখেছেন ফাহমিদা ফামি শান্ত, সুর করেছেন শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন