হোম > ছাপা সংস্করণ

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার ভয় দেখিয়ে এবং জাতীয় পরিচয়পত্র করা নিয়ে বিভিন্ন অজুহাতে এই টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ২৮ নভেম্বর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা গেজেটভুক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে ওই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক মামুন ও সদস্য আব্দুর রউফ গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিলে এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিষটির তদন্ত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (সংস্থাপন-১) মো. জিলহাজ উদ্দিন ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এই তদন্ত করেন। প্রত্যেক প্রার্থীর কাছ থেকে তাঁরা লিখিত জবানবন্দি নেওয়ার পর নির্বাচন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেন।

লিখিত অভিযোগে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া আহসানুল হক মামুন বলেন, নির্বাচন কর্মকর্তা বিভিন্ন অজুহাতে প্রার্থিতা বাতিল করার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোট দুই লাখ ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বলেন, বৃহস্পতিবার প্রথম দফায় তদন্ত করা হয়েছে। অভিযোগগুলো তাঁরাও খতিয়ে দেখবেন।

ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি, আরও তদন্ত হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন