নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. আহমেদুল কবির। তবে আজ সোমবার থেকে এখানে করোনার পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ড. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) প্রধান ডা. শাকিল আহমেদ, উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিদেশগামীদের বিমানে ওঠার ৬ ঘণ্টা আগে ওই ল্যাবে নমুনা দিতে হবে। সরকার নির্ধারিত ১ হাজার ৬০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিয়ে তাঁদের নিবন্ধন করতে হবে। এ ছাড়া পরীক্ষার জন্য বিমানবন্দরে আর কোনো টাকা দিতে হবে না।