হোম > ছাপা সংস্করণ

প্রতিমা বিসর্জনে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের প্রধান স্থান পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিন প্রতিমা নিয়ে আসা ট্রাক চলাচলের রুট নির্ধারণ ও বিসর্জনে নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

প্রতিবছরের ন্যায় এদিন দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটবে। এ জনসমাগমে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য নানান প্রস্তুতি নেয় মহানগর পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পতেঙ্গার মূল সৈকতের বেড়িবাঁধ ও পার্কি চর সি-বিচে প্রতিমা বিসর্জনের দুটি ভেন্যু ঘিরে প্রতিমা বহনকারী যানবাহনগুলোর আগমন ও বহির্গমন রুট নির্ধারণ করা হয়েছে।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘প্রতিমা বহনকারী গাড়িগুলো সিমেন্ট ক্রসিং বামে মোড় নিয়ে বিমানবন্দর হয়ে সি-বিচে প্রবেশ করবে। এ ছাড়া আশপাশ থেকে আগত প্রতিমাবাহী গাড়ি বারেক বিল্ডিং, নিমতলা মোড়, কাস্টমস মোড়, সল্টগোলা, ইপিজেড ক্রসিং, সিমেন্ট ক্রসিং, গুপ্তখাল, বিমানবন্দর ও বাটারফ্লাই ক্রসিং হয়ে পতেঙ্গা বিচে প্রবেশ করবে। সেখানে প্রতিমা বিসর্জনের পর যানবাহনগুলো কাঠগড়, স্টিল মিল বাজার ও সিমেন্ট ক্রসিং হয়ে বেরিয়ে যাবে।’

উপকমিশনার বলেন, ‘এদিন প্রতিমাবাহী গাড়িসহ নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন সি-বিচ অভিমুখে প্রবেশ করতে পারবে না। বিভিন্ন পয়েন্টে প্রতিবন্ধকতা দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হবে। আউটার লিংক রোডও বন্ধ থাকবে।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, ‘প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ইতিমধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। চেকপোস্টের পাশাপাশি টহল পুলিশ ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে।’

শাকিলা বলেন, ‘পতেঙ্গা বিচে ১৩৬টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের কথা রয়েছে। আমরা ১২টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করার জন্য অনুরোধ করছি।’ 
জানা গেছে, চট্টগ্রাম নগরীর প্রতিমা বিসর্জনের প্রধান স্থান পতেঙ্গা সৈকত। এদিন সেখানে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি শুরু হয় দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য। ধর্মপ্রাণ নরনারীর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি সদরঘাটে কর্ণফুলী নদীর তীর এলাকাতেও ভিড় করেন হাজার হাজার হিন্দু নরনারী। পুলিশ ছাড়াও র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এবারে জে এম সেন হল প্রাঙ্গণসহ নগরীর ১৬ থানায় ব্যক্তিগত ও সর্বজনীন উদ্যোগে ২৮৩টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন