পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর ৮১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের আয়োজনে উপজেলার পৌর এলাকার মাগুড়াডাঙ্গা গ্রামে সাহিত্যিকের পৈতৃক বাড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন এয়াকুব আলীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী।
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী ১৮৮৮ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে জন্ম গ্রহণ করেন। বড় ভাই মাসিক সাহিত্য পত্রিকা কোহিনূরের সম্পাদক রওশন আলী চৌধুরী রোগাক্রান্ত হলে পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন এয়াকুব আলী চৌধুরী। তিনি অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদান করে কারাবরণও করেন।
কারামুক্তির পর কলকাতায় গিয়ে মেজ ভাই আওলাদ আলী চৌধুরীর সঙ্গে সাংবাদিকতায় যোগ দেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (৪ সেপ্টেম্বর, ১৯১১) প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। এ সমিতির মাসিক পত্রিকা সাহিত্যিক-এর (১৯২৬) যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। ক্ষয় রোগে আক্রান্ত হয়ে ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর ৫৭ বছর বয়সে এ সাহিত্যিক ও সাংবাদিকের মৃত্যু হয়।
বাংলা গদ্যের একজন শক্তিশালী শিল্পী ছিলেন তিনি। ইসলামি দর্শন ও সংস্কৃতি তার রচনার মূল উপজীব্য। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৯), মানব মুকুট (১৯২২)।