সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন দিনে তিনজন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত) ৭১২ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, এ সময়ের মধ্যে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সিলেটের বাসিন্দা।
নতুন শনাক্তদের নিয়ে বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৮৯ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৯৭৭ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৫০ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৯৪ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৬৮ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ জন।