বিনোদন ডেস্ক
বাংলা সিনেমায় বাবা
বাংলাদেশে নির্মিত অনেক সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাবার চরিত্র। একসময় পর্দায় দাপুটে বাবার চরিত্রে অভিনয় করেছেন ফতেহ লোহানী, খলিল, গোলাম মুস্তাফা। আদর্শবাদী বাবার ভূমিকায় মানানসই ছিলেন আনোয়ার হোসেন ও প্রবীর মিত্র। বাবাকেন্দ্রিক সিনেমার প্রসঙ্গে প্রথমেই আসে ‘বাবা কেন চাকর’ সিনেমার নাম। এতে আদর্শবাদী বাবার চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায় স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন বুলবুল আহমেদ একক বাবা হিসেবে শিশুসন্তানকে বড় করে তোলেন। সিনেমাটিতে বাবা-সন্তানের বেশ কিছু আবেগঘন দৃশ্য রয়েছে। মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ সিনেমাটি গ্রামীণ পটভূমিতে মুক্তিযুদ্ধের কাহিনিকে ভিত্তি করে গড়ে উঠেছে। এ ছাড়া ‘আব্বাজান’, ‘কাবুলীওয়ালা’, ‘বাপ বেটির যুদ্ধ’, ‘দীপু নাম্বার টু’ সিনেমাগুলোতে বাবা ছিল গুরুত্বপূর্ণ চরিত্র।
বলিউডে বাবা
বাবা-সন্তানের সম্পর্ক নিয়ে বলিউডের অনেক সিনেমা বানানো হয়েছে। এর মধ্যে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভিরাসাত’-এর কথা বলা যায়। বাবা অমরেশপুরী ও ছেলে অনিল কাপুরের মধ্যকার সম্পর্ক, তাদের মধ্যে মূল্যবোধ ও প্রজন্মগত ব্যবধান এবং শেষ পর্যন্ত বাবার আদর্শে ছেলের অনুপ্রাণিত হওয়া; এ সিনেমার কাহিনির মূল গতিকে নিয়ন্ত্রণ করে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ‘সুরিয়াবংশম’। অমিতাভ বচ্চন একাই এ সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়া ‘দেশপ্রেমী’, ‘মাসুম’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘পা’, ‘আ গালে লাগ যা’, ‘মহাব্বাতে’, ‘বাগবান’, ‘গারদিশ’ সিনেমাগুলোতে বাবা চরিত্র ছিল গুরুত্বপূর্ণ।
বিশ্ব চলচ্চিত্রে বাবা
ছোট্ট শিশু ব্রুনো ‘বাবা, বাবা’ বলে কাঁদছে। অসহায় বাবা তার সন্তানের সামনে অপমানিত হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। বাবার সেই অসহায় চাহনি আর শিশুর সেই বিস্মিত চোখ পরিচালক ডি সিকা যেন একেবারে জলজ্যান্ত তুলে এনেছেন ‘দ্য বাইসাইকেল থিফ’ সিনেমায়। বাবা-ছেলের চমৎকার সব দৃশ্য আছে এই সিনেমায়। বাবাকে নিয়ে সারাবিশ্বে তৈরি হয়েছে বহু সিনেমা। এর মধ্যে আরেকটি বিখ্যাত সিনেমা ‘লাইফ ইজ বিউটিফুল’। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ইতালিতে ফ্যাসিস্ট বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্পে বন্দী বাবা ও ছেলে। কৌতুক আর আবেগের দারুণ মিশ্রণ হয়েছে সিনেমাটি। গুরুত্বপূর্ণ ভূমিকায় বাবা আছেন, এমন আরও কিছু সিনেমা হলো—ক্র্যামার ভার্সেস ক্র্যামার, টু কিল এ মকিং বার্ড, রাইডিং অ্যালোন ফর থাউজেন্ডস অব মাইলস, হাউজবোট, প্যারেন্টহুড, বয়েজ এন দ্য হুড, চ্যাম্প, স্লিপলেস ইন সিয়াটল, মিরাকেল ইন সেল নম্বর সেভেন, দেয়ার উইল বি ব্লাড, ফ্লাই অ্যাওয়ে হোম, ফাইন্ডিং নিমো, দ্য লায়ন কিং, টু কিল আ মকিংবার্ড, পারস্যুট অব হ্যাপিনেস, মিসেস ডাউটফায়ার, রেইনবো জেলি, ট্রেন টু বুসান ইত্যাদি।