হোম > ছাপা সংস্করণ

কলারোয়ায় ১ মাসে কোটি টাকা রাজস্ব আদায়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া সাবরেজিস্টার অফিসে জমির দলিল রেজিষ্ট্রেশন, স্টাম্প কর, পৌর কর ও স্থানীয় সরকার কর থেকে এক মাসে ১ কোটি ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

গতকাল বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সাবরেজিস্ট্রার কর্মকতা মো. মঞ্জুরুল হাসান।

মঞ্জুরুল বলেন, গত বছরের ডিসেম্বর মাসে কলারোয়া সাবরেজিস্টার অফিস থেকে সরকার রাজস্ব পেয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৩৮ হাজার ৬৮৫ টাকা ৫০ পয়সা। এ রাজস্ব উত্তোলন করা হয়েছে উপজেলার পৌর কর, লোকাল কর, জমি রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প করসহ রেস্ট্রি অফিসের আনুসঙ্গিক অর্থ আসে এমন সব উৎস থেকে।

গত ডিসেম্বর মাস থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মোট ৮৬৮টি দলিল রেজিস্ট্রি করা হয়। কলারোয়ায় জমির মূল্য কম এজন্য রাজস্ব অনেকাংশে কম হয়। তবে এ বছর মোটা অংকের রাজস্ব আদায় হয়েছে।

সরকারি রাজস্ব আহরণের মধ্যে উল্লেখযোগ্য জমির দলিল রেজিষ্ট্রেশন থেকে ২০ লাখ ২৪ হাজার ৪৩৮ টাকা ও স্থানীয় সরকার কর থেকে আয় হয়েছে ৪৭ লক্ষ ৮৮ হাজার ৮৮০ টাকা ৫ পয়সা।

তিনি আরও বলেন, কোনো দালালের হাতে না পড়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে সরকার নির্ধারিত জমির ভ্যাট ট্যাক্স ও কর পরিশোধ করলে নিজের অর্থ অপচয় যেমন কম হবে তেমনি দেশের উন্নয়নের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। কেননা সাবরেজিস্টার অফিস থেকে যে রাজস্ব আহরণ করা হয় সে অর্থ জেলা কোষাগারে নথিবদ্ধ করে জমা দেওয়া হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন