কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শাসক দলের রাজনৈতিক বিবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল সোমবার এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর ছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ অন্য বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোম্পানীগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু ঘটনা ঘটছে। আমরা আর কারও চোখের পানি দেখতে চাই না।’ তিনি স্থানীয় সাংসদ ওবায়দুল কাদেরের প্রতি অভিভাবকত্ব আরও বাড়িয়ে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমাদের বাড়িতে প্রথম হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও তারা কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।’
মেয়র কাদের মির্জার সংবাদ বিজ্ঞাপ্তি: এদিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে গণমাধ্যমের কাছে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আবেদন জানিয়েছেন।