শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ হাজার ৭৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল অ্যান্ড ব্রাদার্স থেকে এসব তেল জব্দ করা হয়।
এ সময় ওই ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের নেতৃত্বে একটি দল উপজেলার তিনানী বাজারের সততা স্টোর ও নাজমুল অ্যান্ড ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়।
এ সময় ওই ২ প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার ৭৯৯ লিটার মজুতকৃত সয়াবিন জব্দ করা হয় এবং অবৈধভাবে মজুত করার কারণে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীনও উপস্থিত ছিলেন।