হোম > ছাপা সংস্করণ

রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার চায় জাতিসংঘ

এএফপি, জেনেভা

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৮৫০ মিলিয়ন (৮৫ কোটি) মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গতকাল বুধবার এই আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা খাবার সংকটসহ নানামুখী সমস্যায় পড়েছে। সংকট মোকাবিলায় চলতি বছরের বার্ষিক প্রতিক্রিয়া পরিকল্পনায় জাতিসংঘ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৮৫২ দশমিক ৪ মিলিয়ন ডলারের আবেদন করেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ রোহিঙ্গা পরিবারকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এসব পরিবার মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সংহতি এবং শরণার্থী সুরক্ষা আগের চেয়ে আরও বেশি প্রয়োজন।’

রোহিঙ্গাদের সাহায্য করার জন্য গত বছর জাতিসংঘ ও এর অংশীদার দেশগুলো ৮৭৬ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে বিভিন্ন দেশের কাছে আহ্বান জানিয়েছিল। কিন্তু জাতিসংঘের ওই আহ্বানের পর গত বছর মাত্র ৪৪০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছিল। ইউএনএইচসিআর সতর্ক করেছে, সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থায়নের ঘাটতি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। অনেক শরণার্থী তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন