আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পেছাল। আদালত আগামী ২৬ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। গতকাল বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এ আদেশ দেন।
এ নিয়ে চার দফা পিছিয়ে গেল মামলাটির তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি। গত বছরের ৩০ জুন, ১২ সেপ্টেম্বরে ও ৭ নভেম্বর শুনানির দিন ধার্য ছিল।
আদালতের পেশকার মামুনুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী দিন ধার্য করেন।
এ মামলায় পিবিআই ৪৩ জনকে অভিযুক্ত করে গত বছরের ১২ এপ্রিল আদালতে প্রতিবেদন দেয়। হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী এ মামলায় আসামি ছিলেন। তিনি গত বছরের ১৯ আগস্ট মারা যান। বাকি আসামিরা হেফাজতের নেতা-কর্মী।
আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই বছরের ১৭ ডিসেম্বর শফীকে হত্যার অভিযোগে তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন আদালতে হেফাজতের ৩৬ নেতা-কর্মীকে আসামি করে নালিশি মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, অসুস্থ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। ওই কক্ষে আসামিদের ইন্ধনে ভাঙচুর করা হয়। এ ছাড়া ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। মাদ্রাসার মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রেখে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধা দেন। চিকিৎসা করতে না দিয়ে শফীকে আসামিরা মৃত্যুর মুখে ঠেলে দেন।