নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাঙ্গাইলের পুলিশ সুপার এসপি সরকার মোহাম্মদ কায়সারের মোবাইল নম্বরে ফোন আসে। নিজেকে আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দিয়ে পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন ওই নারী। গত ৭ নভেম্বর মোবাইলে মেসেজ করে ওই প্রার্থীর তথ্য পাঠান সেই নারী। প্রতারক রুমা আক্তারকে (৩৩) গত শুক্রবার সাভারের লুটেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রুমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর করেছেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম। শনিবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান আজকের পত্রিকাকে এসব তথ্য জানান।
চিলমারি থানার ওসি মীর মোশারফ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার রুমা আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এর আগে ২০২০ সালের জুন মাসে এমন প্রতারণার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর নামে মামলা হয়। এই মামলায় রুমা জেলও খাটেন বেশ কিছু দিন।