হোম > ছাপা সংস্করণ

বরিশালে পুকুর দখলে বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে পুকুর, জলাশয় ও দিঘি ভরাট এবং জবরদখলের হিড়িক পড়েছে। এবার দখলদারের তালিকায় নাম উঠেছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের। অভিযোগ রয়েছে, তিনি টানা চার রাত লোক দিয়ে ট্রাক ভরে বালু এনে নগরের ব্রাউন কম্পাউন্ডে একটি পুকুর ভরাট করেছেন। 

শুধু শিরিনই নন, নগরীর কয়েকটি স্থানে সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতারা বালু ফেলে জলাশয় ভরাট করছেন বলে অভিযোগ উঠেছে। 

এদিকে পুকুর ভরাটের বিষয়টি জানাজানি হলে শিরিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাঁর দল। গতকাল তাঁর দলীয় পদ স্থগিত করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টাদশ শতাব্দীতে বরিশালে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন পর্তুগিজ নাগরিক এমটি ব্রাউন। একসময় ওই এলাকার নাম হয় ব্রাউন কম্পাউন্ড। সেখানকার তিনটি পুকুর জনসাধারণের ব্যবহারের জন্য দান করে যান তাঁর স্ত্রী মিসেস ব্রাউন। এর পর থেকেই পুকুরগুলো ব্যবহার করে আসছেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দারা। 

সরেজমিনে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ডে ঘুরে দেখা গেছে, বালু ফেলার কারণে পুকুরটির এখন আর অস্তিত্ব নেই। সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে বিএনপি নেত্রী শিরিনের ১০ জন ওয়ারিশের নাম লেখা রয়েছে। 

স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও তাঁর পরিবার পুকুরটি ভরাটের পাঁয়তারা চালান। যে কারণে ভরাট বন্ধে সিটি করপোরেশন সেখানে সাইনবোর্ডও সাঁটিয়ে দেয়। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ৫ আগস্ট রাতে শিরিন ও তাঁর ভাই শহিদুল ইসলাম শামিম বালু ফেলে ভরাট শুরু করেন। 

স্থানীয় বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক হুমায়ুন কবির বলেন, ওই এলাকায় এখন প্রতি শতাংশ জমির মূল্য ৫০ লাখ হলে পুকুরটির দাম হতে পারে প্রায় ১২ কোটি টাকা।

এ বিষয়ে জানতে শিরিনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘সাংগঠনিক টিমের সঙ্গে আছি। পরে কথা বলি।’  

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পরিবর্তনের সুযোগে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ভূমি অফিসের সামনে শতবর্ষী শীতারাম বসুর দিঘি, নথুল্লাবাদ এলাকার চৌহুতপুর দিঘি, ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুরের মুন্সিবাড়ি পুকুর, একই ওয়ার্ডের মাতব্বর বাড়ির দিঘি ভরাট চলছে। 

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, ‘এই অবস্থায় কী করি। পুলিশ নেই, ম্যাজিস্ট্রেট নেই। কী করে অভিযান করি। তারপরও ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিয়েছি।’ 

দলীয় পদ স্থগিত
এ ঘটনায় শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন